জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদীন হাসপাতাল।আধুনিক সুবিধা সম্পন্ন আবেদীন হাসপাতালে ফ্লেবোটোমিষ্ট পদে যোগ্য এবং দক্ষ প্রার্থীদেরকে আদেবন করার জন্য আহবান করা হচ্ছে।রোগীদের কাছ থেকে সময়মতো রক্তের নমুনা সংগ্রহ করা।রোগীর নাম এবং তারিখ সহ লেবেল তৈরি করতে হবে।সমস্ত নমুনা সঠিক সময়ে পরীক্ষাগারে পাঠানো।ফ্লেবোটোমি কার্ট বা স্টেশন সর্বদা সুগঠিত রাখতে হবে।
পদের নাম: ফ্লেবোটোমিষ্ট
যোগ্যতাঃ ফ্লেবোটোমিষ্ট কোর্স সম্পন্ন হতে হবে।ট্রেনিং/ ট্রেড কোর্স: Phlebotomist।উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন।রোগীদের সাথে কাজ করার জন্য বন্ধুত্বপূর্ণ, নম্র ও সহানুভূতিশীল হতে হবে।শিশু রোগীদের হাতের পালস খুঁজে পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )অন্যান্য সুযোগ-সুবিধা হাসপাতাল কর্তৃক প্রদান করা হবে।
অভিজ্ঞতা : আগ্রহী প্রার্থীরা উক্ত পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হব।
কর্মস্থল : শেরপুর (শেরপুর সদর)
আবেদনের নিয়মাবলীঃ
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
বিডিজবস লিংক: https://bit.ly/35GHB4q
ঠিকানা: সদর হাসপাতাল রোড, নারায়নপুর, শেরপুর।
ওয়েব: http://www.abedinhospital.com/
আবেদনের সময়সীমাঃ
আগামী ৩০ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সূত্র –বিডিজবস।
COMMENTS