২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ হাজার ৬১৪ কোটি টাকা। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৫৬ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ২১ হাজার ২০৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে কাটছাট হয়ে অংকটা দাঁড়ায় ১৬ হাজার ৪৫৮ টাকা।
এই অর্থবছরে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
আকারের দিক থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি
COMMENTS