Google Pixel 3 । 3 XL । Android 9 Pie । Launching Event । LIVE

গুগলের নতুন ট্যাবলেটসহ উন্মোচিত হচ্ছে পিক্সেল থ্রি, থ্রি এক্সএল:

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ম্যাঙ্গোটিভি: অবশেষে বাজারে আসছে টেক জায়ান্ট গুগল-এর নতুন ট্যাবলেট ‘পিক্সেল স্লেট’। শুধু তাই নয় এই একই দিনে বাজারে আসছে পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএল।

মঙ্গলবার (৯অক্টোবর) লেটেস্ট অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমসহ নতুন এই ফোন উন্মোচন হতে যাচ্ছে।বাংলাদেশী সময় রাত নয়টায় শুরু হবে এই ইভেন্ট। ইউটিউবে Made by Google চ্যানেল থেকে সরাসরি এই ইভেন্ট দেখা যাবে।

ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট থাকবে।পিক্সেল থ্রি এক্সএল ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক রঙে দেখা গিয়েছে এই দুটি স্মার্টফোন। শুধু তাই নয় আজ একইই ইভেন্টে লঞ্চ হবে নতুন জেনারেশানের ক্রোমচেস্ট (Chromecast) আর নতুন ট্যাবলেট ( Pixel Slate)

কী থাকছে গুগল পিক্সেল থ্রি আর পিক্সেল থ্রি এক্সএল-এ

গুগল পিক্সেল থ্রিতে থাকবে ৫.৫ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে। অন্যদিকে পিক্সেল থ্রি এক্সএল-এ থাকবে একটি ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে। দুটি ফোনেই থাকবে স্ন্যাপড্রাগন ৪৩৫ চিপসেট সাথে চার জিবি র‌্যাম।

নতুন জেনারেশানের পিক্সেল ফোনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকবে একটি ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা।

৬৪জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন পিক্সেল থ্রি আর পিক্সেল থ্রি এক্সএল। থ্রি এর ভিতরে থাকতে পারে ২৯১৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অন্যটার এর ভিতরে থাকতে পারে ৩৪৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

কানেক্টিভিটির জন্য উভয় ফোনের ভিতরে থাকবে ফোরজি ভোল্ট, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস আর ইউএসবি টাইপসি।

COMMENTS